বিভাগীয় সম্পাদক ● করোনা সংক্রমণের কারণে ২০১৭-১৮, ১৮-১৯, ১৯-২০ সেশনের সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশন দেওয়াসহ তিন দফা দাবিতে আজ মঙ্গলবার সকাল ১১টায় নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সাবেক ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের আশ্বাস পেয়ে বিকাল ৪টায় আন্দোলন স্থগিত করেন তারা।
মঙ্গলবার সকালে সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং যাত্রীরা পড়েন দুর্ভোগে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সাবেক ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে মিটিং করে পরে আলোচনা হবে বলে আশ্বস্ত করেন। এই আশ্বাসে তারা বিকাল ৪টায় অবরোধ ছেড়ে দেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনের দুই সমন্বয়ক কবি নজরুল কলেজে শিক্ষার্থী সুমন মিয়া ও তিতুমীর কলেজের শিক্ষার্থী সাগর নেওয়াজ এ তথ্য জানান। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সাবেক ছাত্রলীগ সভাপতি শোভন আমাদের আশ্বাস দিয়েছে যে, আগামী ২৯ তারিখ কলেজ কর্তৃপক্ষের মিটিং হবে। সেখানে আমাদের দাবির বিষয়ে কথা বলা হবে। আমাদের সাত কলেজের সাত জন প্রতিনিধি সেখানে থাকবেন। তিনি (সহকারী প্রক্টর) আমাদের জানান, দাবি না মানলে প্রয়োজনে পরে আমরা আবার আন্দোলন করবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘আমি সহকারী প্রক্টরকে সেখানে পাঠিয়েছি কথা বলার জন্য। ২৯ তারিখ সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল মিটিং করবেন। সেখানে শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনা হবে। তবে সেখানে শিক্ষার্থীরা উপস্থিত থাকবে না। কারণ পরীক্ষা নেওয়া, রুটিন ঘোষণা করা এসব স্ব স্ব কলেজের কাজ। তাদের কোনো লিখিত দেওয়া হয়নি, মৌখিকভাবে কথা হয়েছে।’