বিভাগীয় সম্পাদক . হজ পালন করতে ২ জুলাই শনিবার পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজার ৩৬৭ হজযাত্রী। অন্যদিকে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১১ জন হজযাত্রীর মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। সবশেষ ১ জুলাই ২ জন হজযাত্রী মারা গেছেন। পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই।
কোটা বৃদ্ধির ফলে সর্বমোট ৬০ হাজার জন বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাাচ্ছেন। ইতিমধ্যে এর ৯৯ দশমিক ৪৮ শতাংশ ভিসাই ইস্যু করা হয়ে গেছে।
এদিকে গতকাল শনিবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এসময় হজ ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন রাষ্ট্রদূত।
২ জুলাই পর্যন্ত সৌদি আরবে গিয়েছে ১৪৭টি ফ্লাইট। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮২টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১০টি ফ্লাইট।