উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা, বাংলা চলচ্চিত্রের সম্রাট, নায়করাজ রাজ্জাকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ২১ আগস্ট ভক্ত-অনুরাগীদের কাঁদিয়ে ৭৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।
নায়ক রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের দক্ষিণ কলকাতায় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ষাটের দশকে নির্মাতা সালাউদ্দিনের তেরো নম্বর ফেকু ওস্তাগার লেন সিনেমায় একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন তিনি।
এর আগে থেকেই তিনি যুক্ত ছিলেন কলকাতার থিয়েটারের সঙ্গে।
নির্মাতা জহির রায়হানের বেহুলাতে রাজ্জাককে লখিন্দরের ভূমিকায় অভিনয় করে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন রাজ্জাক। বেহুলা সিনেমায় সুচন্দার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করে ব্যাপক আলোড়ন তৈরি করেন তিনি। তারপর একের পর এক সিনেমায় তাঁর অভিনয়ে মুগ্ধ হন এপার এবং ওপার বাংলার সিনেমার দর্শক।
রাজ্জাক অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে – নীল আকাশের নীচে, ময়নামতি, মধু মিলন, পিচ ঢালা পথ, যে আগুনে পুড়ি, জীবন থেকে নেয়া, কী যে করি, অবুঝ মন, রংবাজ, বেঈমান, আলোর মিছিল, অশিক্ষিত, অনন্ত প্রেম, বাদী থেকে বেগম ইত্যাদি। প্রায় তিন শতাধিক সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছেন উপমহাদেশের অন্যতম এই গুণী শিল্পী, যা তাকে ঢালিউডের নায়করাজ উপাধিতে ভূষিত করেছে।
রাজ্জাক-কবরী জুটি ছিল ব্যাপকভাবে জনপ্রিয়। কাজের স্বীকৃতি হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন এই গুণী অভিনেতা।