তোমাকে ভুলতে চেয়ে
আরো বেশি ভালোবেসে ফেলি।
তোমাকে ছাড়তে গিয়ে আরো বেশি গভীরে জড়াই।
যতই তোমাকে ছেড়ে দূরে যেতে চাই
ততই তোমার হাতে বন্দি হয়ে পড়ি।
তোমাকে এড়াতে গেলে এভাবেই
আস্টে পিস্টে বাধা পড়ে যাই !
ফিরে এলাম তোমায় না পেয়ে
ফিরে এলাম তোমার না পেয়ে
গিয়েছিলাম উথুরায় তোমায় দেখব বলে
কে জানত হায়
তুমি আসবে না কাছে
তারপরও তোমার সুভাস
পেয়েছিলাম উথুরায় গিয়ে
দিওয়ানাদের প্রভু এভাবেই কাঁদাতে থাকেন
তারপরও দিওয়ানার পারে না
তাঁর প্রিয়তমা কে ভুলে যেতে
প্রেমাস্পদ ফিরে যাবে আরেকজনের কাছে
দিওয়ানারা ফিরে যাবে সাকি ও শারাবের কাছে
একবার না হয় ফিরে এসো সাকি হয়ে…
একবার না হয় ফিরে এসো সাকি হয়ে
পান করিয়ে দাও তোমার তৃষ্ণার্ত চোখের শারাব
প্রতিশোধ যদি নিতে চাও হে প্রিয়তমা
তাহলে বিষ মিশিয়ে পান করিয়ে দাও শারাব
তোমার প্রতিশোধ না হয় এভাবেই নিলে…
মিশিয়ে দাও আমায় ভালুকার মাটির সাথে
তারপর দেখে যেও এই প্রেমিক দিওয়ানার সমাধি
সেখানে লিখে দিও, এখানে একজন প্রেমিক ঘুমিয়ে আছে
তাকে শান্তিতে ঘুমাতে দাও…
তোমার নাম, তোমারই নাম
শীতল প্রবাহিত বাতাস থেকে ভেসে আসে
তোমার নাম, তোমারই নাম
জলের স্রোতেও ভেসে আসে
তোমার নাম, তোমারই নাম
শ্বাস-প্রশ্বাসে প্রবাহিত হয়
তোমার নাম, তোমারই নাম
জীবনটা তো কেটেই গেল…
বাকী জীবনে এই জবানে থাকবে
তোমার নাম, তোমারই নাম
পূর্ব-পশ্চিমে যেদিকেই তাকাই
দেখি শুধু তোমার নাম, তোমারই নাম
চোখ বন্ধ হয়ে যাবে ভেজা চোখে
তখনও মনে হবে
তোমার নাম, তোমারই নাম
সাকির চোখেও দেখি তোমায়
শারাবের পেয়ালাতেও দেখি শুধু
তোমার নাম, তোমারই নাম