নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি • বিগত ১০বছর ধরে যশোর মনিরামপুর ও অভয়নগর সীমান্ত ভবদাহ ২১ ব্যান্ড সুইচ গেট অঞ্চলে কৃষকরা দুঃখ, দুর্দশা, কষ্টের ভিতরে জীবনযাপন করে আসছে। এবার ঘুচবে তাদের দুঃখের দিন। গত ২২ শে জানুয়ারি রবিবার পুনরাই শুরু করা হয়েছে নতুন করে ২০টি ছোটো-বড়ো পাম্প মটর বসানো হয়, বড়ো পাইপের মাধ্যমে পানি সেচ ব্যবস্থা।
এই স্থানটিতে কিছু ছোটো মটর রয়েছে; বিগত বছরে ছোটো মটরগুলি বন্ধ হয়নি—একাধারে চলেছে পানি সেচ কার্যক্রম। কিন্তু তা এত স্বল্প পরিসরে যে কখনো চোখে মেলেনি পানির ঢেউ কিংবা স্রোতের। এবার নতুন করে প্রত্যেকটা সুইচ গেটের সাথে মটর বসিয়ে বড়ো বড়ো পাইপের মাধ্যমে পানি সেচ কার্যক্রম শুরু হয়েছে।
এখানে পানির স্রোত দেখার জন্যে বিভিন্ন অঞ্চল থেকে বহুলোকের ভিড় জমেছে ভবদহ-(২১-vent)সুইচ গেটের মুখে।
পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানান, পল্লী বিদ্যুৎ লাইনে একটা ফেজ সবসময়ের জন্য চালু থাকবে,এবং পানি সেচ বন্ধ থাকবে না ।এটা স্থানীয় বিলগুলোতে সাতাশ বিলের পানি সরবরাহ হবে এবং আশা রাখা যায় বিলগুলি ব্লকের উপযোগী হবে।
মনোহরপুর অঞ্চলেরসহ আশেপাশের কৃষকের মুখে হাসি ফুটেছে। সবার প্রত্যাশা কৃষকরা নতুন ধানের মুখ দেখবেন।