বিভাগীয় সম্পাদক ● দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৯৮৯ জন মারা গেলেন।
আজ ৩০ সেপ্টেম্বর শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৪২৫ জন। আক্রান্তদের মধ্যে ৭৫১ জন ঢাকার। এক হাজার ৬৭৪ জন অন্যান্য বিভাগের।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ৯৫৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই তিন হাজার ৩৭৯ জন। বাকি ছয় হাজার ৫৮০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দুই লাখ তিন হাজার ৪০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন এক লাখ ৯২ হাজার ৪৫৮ জন।