স্বপ্ন
আদিম গুহায় ঢুকে অনেকেই ভুলে যায় আমাদেরও কিছু স্বপ্ন ছিল। সাদামাটা দৃশ্য পেরিয়ে বন্ধুর পথ—যেখানে এসে ঝুলে গেছে চাঁদ কৃত্রিম টাওয়ারে। পরাজিত মওলানাদের মুরিদরা হুরহুর করে ওঠে আসছে মোনাজাতের মায়ায়। মানুষের তেলতেলে শরীরে ঢাকা পরছে শত শত কঙ্কাল। মাতাল স্বপ্নের মতো এখন দ্রব্যহীন কাগজের ব্যবসা রমরমা। মাথায় মাথায় গুঁজে দেয়া হচ্ছে প্রাচীন প্রেতের রূপকল্প।
রক্তের স্রোত
চাকতির ভেতর একের পর এক তীর জমছে
ক্রমশ কেন্দ্রবর্তী, নিখুঁত হয়ে উঠছে নিশানা
তবুও প্রায় হারিয়ে যাওয়া অগুনতি বছরের
সুদাসল প্রাপ্তির সম্ভাবনায় ভুলে গেলে হবে না-
শিকার মুঠোয় জমাট বাঁধার পূর্ব পর্যন্ত শিকারী
কিন্তু ভুলে থাকে রক্তের স্রোত।
