কানুপদ দাস, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ● খ্রীস্টান এ্যাসোসিয়েশন বাংলাদেশের তালা উপজেলা কমিট গঠিত হয়েছে। ২৮ এপ্রিল শুক্রবার রেভা. প্রদ্যুৎ সরকারকে সভাপতি ও উত্তম দাশকে সাধারণ সম্পাদক মনোনীত করার মাধ্যমে ১৮ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

খ্রীস্টান এ্যাসোসিয়েশন বাংলাদেশের নবনির্বাচিত সাতক্ষীরা জেলা কমিটির সম্মানিত সভাপতি স্বপন বৈরাগীর নেতৃত্বে স্থানীয় হাতবাস হাউজ চার্চে কমিটি গঠন সংক্রান্ত সকল কার্যক্রম সুসসম্পন্ন হয়েছে।
নবনির্বাচিত কমিটির সভাপতি রেভা প্রদ্যুৎ সরকার তাঁর বক্তব্যে বলেন, আমাদের নবনির্বাচিত কমিটির লক্ষ্য হলো তালা উপজেলার খ্রীস্টান সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়া। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।