বিভাগীয় সম্পাদক ● এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্র বিষয়ে আট শিক্ষা বোর্ডে ৫ হাজার ৫২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে বহিষ্কার হয়েছে চার জন। ১৭ আগস্ট বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে ১ হাজার ৪৩৬, রাজশাহীতে ৯৩১, বরিশালে ৩৮০, সিলেটে ৪০৭, দিনাজপুরে ৭৩৩, কুমিল্লায় ৬৫৫, ময়মনসিংহে ৩৫৬, যশোরে ৬২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর রাজশাহী ও বরিশালে একজন করে দুই জন এবং দিনাজপুরে দুইজন পরীক্ষার্থী বহিষ্কার হয়।
প্রসঙ্গত, ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রাম, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা পিছিয়ে ২৭ আগস্ট থেকে শুরুর করার সিদ্ধান্ত নেওয়া হয়। সারা দেশে এবার এইটএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ৫৯ হাজার ৩৪২ জন।