বিভাগীয় সম্পাদক • প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি আজ। এই পরিস্থিতিকে কেন্দ্র করে যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। খবর সূত্র : জিও নিউজ।
রবিবার ইসলামাবাদের উপ-কমিশনারের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, রেড জোন এলাকা বড়ো কন্টেইনার এবং কাঁটাতার দিয়ে সিল করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
এদিকে স্থানীয় প্রশাসন রেড জোনের ১ কিলোমিটারের মধ্যে এবং বাইরের এলাকায় সবধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে। পাঁচ জনের বেশি মানুষের সবধরনের জমায়েতের পাশাপাশি মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।
পাকিস্তানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে দেশটির জাতীয় পরিষদে বসছে ঐতিহাসিক অধিবেশন। আজই প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোট হতে চলছে বলে জানা গেছে।
সম্প্রতি জোট সরকারের গুরুত্বপূর্ণ শরিক দল বিরোধী শিবিরে যোগ দেওয়ায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনাসাফ (পিটিআই)। এতে বিরোধী দলগুলোর আইনপ্রণেতার সংখ্যা বেড়ে যায়। অনাস্থা প্রস্তাব পাসে বিরোধীদের প্রয়োজন ১৭২ ভোট। তাদের প্রতি ১৯৯ আইনপ্রণেতার সমর্থন আছে বলে জানা গেছে।
স্পিকার আসাদ কায়সারের অধীনে নিম্নকক্ষে গুরুত্বপূর্ণ অধিবেশনে প্রধানমন্ত্রী ইমরান খান নিজেও যোগ দেবেন। অনাস্থা প্রস্তাবে বিরোধীদের পরাজিত করবেন বলে আত্মবিশ্বাসী তিনি। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে অনাস্থা ভোটে পরাজিত হলে ক্ষমতাচ্যুত হতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
পাকিস্তানের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদে ক্ষমতা পূরণ করতে পারেনি। তার আগেই নানা কারণে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হয়েছে। এবার ইমরান খানের ভবিষ্যতে কী আছে, তা আজই নির্ধারণ হয়ে যাবে।