বিভাগীয় সম্পাদক ● এক দফা আন্দোলনে বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধে নাশকতা ঠেকাতে ঢাকাসহ সারাদেশে মাঠে নেমেছে ২৩০ প্লাটুন বিজিবি। এর মধ্যে ঢাকা ও আশেপাশের জেলায় টহল দিচ্ছে ২৮ প্লাটুন বিজিবি। সাধারণত প্রতি প্লাটুনে ৩০ জন বিজিবি সদস্য থাকেন।
রবিবার সকালে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানিয়ে বলেন, ‘‘সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।’’
দেশব্যাপী সড়ক, রেল ও নৌপথ অবরোধের ৪৮ ঘণ্টার নতুন কর্মসূচি রোববার ভোর থেকে শুরু হয়েছে, যা শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়। এর আগে গত ২৯ অক্টোবর থেকে বিএনপি দুই দফায় তিনদিন হরতাল এবং ৬ দফায় মোট ১৩ দিন অবরোধ করেছে।
দ্বাদশ জাতীয় নির্বাচনে আগে আগে এসব কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। দফায় দফায় অবরোধ-হরতালের মধ্যে সারা দেশে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারাদেশে বিজিবি নিয়মিত টহলে আছে।
বিজিবির পাশাপাশি ঢাকাসহ সারাদেশ র্যাবের ৪৩০টি টহল দল মোতায়েন রয়েছে। এর মধ্যে ঢাকায় নেমেছে ১৪৫টি টহল দল।
র্যাব জানিয়েছে, যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা ঠেকাতে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থান র্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছ। এছাড়া দূরপাল্লার পরিবহন ও পণ্যবাহী পরিবহনের নিরাপত্তায় কাজ করছেন র্যাব সদস্যরা ।