এখনকার তরুন প্রজন্মের অনেকরই এখন স্বপ্ন একজন সফল ফ্রিল্যান্সার হওয়া। কিন্তু অনেকেই বুঝে উঠতে পারেননা, কোন কাজটি দিয়ে শুরু করবেন অথবা কিভাবে শুরু করবেন এবং জানতে চান অনলাইন মার্কেটপ্লেসগুলোর মধ্যে কোন কাজ গুলোর চাহিদা কেমন। আশা করি তাদের জন্য এই পোস্টটি খুবই উপকারে আসবে।
বর্তমানে অনলাইন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে যে কাজগুলোর ব্যাপক চাহিদা, তার মধ্যে গ্রাফিক্স ডিজাইন অন্যতম সেরা। আসলে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে এমন একটি কাজ, যা শিখলে অনলাইন এবং অফলাইন – দুই ধরনের সেক্টরেই কাজ করা সম্ভব এবং এর রয়েছে ব্যাপক চাহিদা। যেমন, যারা অনলাইন মার্কেটপ্লেস গুলোতে কাজ করবেন না বা করতে পারবেন না, তারা লোকাল মার্কেটপ্লেসগুলোতেও প্রচুর কাজ করতে পারবেন। আর তাছাড়া গ্রাফিক্সের কাজের সাথে খুব বেশি শিক্ষাগত যোগ্যতা, বিশেষ করে ইংরেজি জানার খুব বেশি দরকার না থাকায় এবং অনেক বেশি চাহিদা থাকায় অনেকেই এখন অনলাইন ফ্রিল্যান্স আউটসোর্সিং এ অন্যান্য কাজের চাইতে গ্রাফিক্সকেই প্রাধান্য দিচ্ছেন।
Graphic Design
গ্রাফিক্স ডিজাইন শিখার জন্য কোন কোন অ্যাপ্লিকেশন শিখবেন?
যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, তারা নিচের এপ্লিকেশন গুলো ভাল করে শিখলেই অনলাইন মার্কেটপ্লেসগুলোতে অনেক কাজ পেতে পারেন।এপ্লিকেশন গুলো হচ্ছেঃ
> অ্যাডোব ফটোশপ,
> অ্যাডোব ইলাস্ট্রেটর,
> অ্যাডোব ইনডিজাইন,
অনলাইনে গ্রাফিকস সম্পর্কিত কি কি কাজ পাওয়া যায়ঃ
অনলাইন মার্কেটপ্লেসগুলোতে মোটামুটি গ্রাফিক্সের সবধরনের কাজ পাওয়া যায়। তবে বিশেষভাবে যে কাজগুলোর চাহিদা অনেক বেশি, তা নিচে দেয়া হল।
১। লোগো ডিজাইন
২। ভিজিটিং কার্ড ডিজাইন
৩। ওয়েবসাইট পিএসডি টেম্প্লেট ডিজাইন
৪। ওয়েব ব্যানার ডিজাইন
৫। বুক কভার ডিজাইন
৬। টি-শার্ট ডিজাইন
৭। পোস্ট কার্ড ডিজাইন
৮। বিজ্ঞাপন ডিজাইন
৯। আইকোন ডিজাইন
১০। ডিজিটাল ইমেজ প্রসেসিং
১১। ব্রুশিয়ার ডিজাইন
১২। মোবাইল অ্যাপ ডিজাইন ইত্যাদিসহ আরো অনেক কাজ পাওয়া যায়।
গ্রাফিক্স সম্পর্কিত আউটসোর্সিং কাজের ওয়েবসাইটঃ
গ্রাফিক্স প্রতিযোগীতাঃ কিছু ওয়েবসাইট রয়েছে, যেখানে সবাই ক্লাইন্টের চাহিদা অনুযায়ী ডিজাইন সাবমিটের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে এবং যে বিজয়ী হয়, সে ঐ প্রতিযোগিতার নির্ধারিত অর্থ পায়। এই ধরনের প্রতিযোগিতা হয় এমন উল্লেখ যোগ্য সাইট হচ্ছেঃ
www.99designs.com
www.freelancer.com/contest
ডিজাইন বিক্রিঃ আবার কিছু কিছু সাইট আছে, যেখানে আপনার তৈরি বিভিন্ন আইটেম আপলোড করে রাখবেন এবং সেগুলো বিক্রির মাধ্যমে আয় করতে পারবেন। যেমনঃ
www.graphicriver.net
www.codecanyon.net
www.freelancer.com/marketplace
বিড করে কাজ : আবার কিছু কিছু সাইট আছে, যেখানে ক্লাইন্টের জবে বিড করে কাজ করা যায়। যেমনঃ
www.odesk.com
www.freelancer.com
www.elance.com
www.guru.com
অন্যান্যঃ উপরে উল্লেখিত সাইট গুলো ছাড়াও আরও অনেক সাইট রয়েছে যেখান থেকেও প্রচুর গ্রাফিক্সের কাজ পাওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ
www.fiverr.com
www.peopleperhour.com
তাছাড়াও আরও অনেক ওয়েবসাইট রয়েছে, যেখানে গ্রাফিকস সম্পর্কিত কাজ করা যায়। কারও এগুলোর বাইরে কোন ওয়েবসাইটের নাম জানা থাকলে কমেন্ট বক্সে সেটি শেয়ার করতে পারেন।
সুতরাং বলা চলে, গ্রাফিক্স ডিজাইন হচ্ছে, অনলাইন ফ্রিল্যান্স আউটসোর্সিং এর কাজগুলোর অন্যতম জনপ্রিয় ও চাহিদা সম্পন্ন কাজ। যার মাধ্যমে একজন নতুন মানুষও উপযুক্ত গাইডলাইনের মাধ্যমে হয়ে উঠতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার।